রাক্ষসী রে, ফিরে আয় ঘরে
ডাকি আমি, খেয়ে যা আমায় চিবিয়ে।
দরজা খুলে বসে আমি আঁধার ঘরে,
সেদিনের মত আয় চুপিসারে।
তোর হিংস্র নখে কেঁটে যা আচড়
কামড়ে কামড়ে ভরে দে এ শরীর।
অক্টোপাসের মত অষ্ট অঙ্গে জড়িয়ে
আমার যত রস যত রক্ত শুষে নে।
ঘরের মাঝে যত বাতাস ভারি হয়ে যাক
মৃদু শীৎকারে ভরে যাক চারপাশ।
কিছু বলিস না মুখে
কথা হোক অঙ্গে অঙ্গে
কথা হোক নগ্নতার সুরে।
রাক্ষসী রে, খেয়ে যা আমায়
বহুদিনের ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে
ছিরে ছিের খেয়ে যা।