অচেনাই চারিদিকে হৈ চৈ ধামাকা,
চোখে কি পড়েছে ধুলাবালি মসলা।
ওরে ভাই,বলো তাই,
নয়নে লাগে সব দিখে মরীচিকা।


বলি যে মশাই দেখে নাও নগরের বাসিন্দা,
হায় হায় কি হয়েছে জীবন দশা,
শুধু গড়েছে বড় বড় অট্টালিকা।


মোবাইলের শব্দ কানে এসে লাগে বাজনা,
হ্যালো কে বলিতেছেন লাগে বড় ঝামেলা।
সালাম তোমায় আছো কোন নগরে,
দাঁড়াও ভাই আস্তে কথা বলিতে লিখেনি খাতাতে।


মাইলপোস্ট পাড় হয়ে যাবে দুই নং গলিতে,
আরে ভাই চিনিনা যে এই শহরে।
দেখিয়ে দাও না এই ঠিকানার পথেতে,
সোজা যাবে পাবে এক রাস্তার বাঁকা।
দুই তিন পা আগে নিয়ে যাও হাঁটা,
পাবে যে এক বিশাল মস্ত খাম্বা।


রিকশা ভাই নিয়ে যাও এই লেখা ঠিকানা,
পকেটে আছে যে টাকা দেখছি আট,
দিও আমারে একটু খানি ছাড়।
আজব ব্যাপার এই শহরে আছে আট টাকার মানুষ,
রিক্সাওয়ালা শুনে হতে যায় বেহুশ।


আমি যে নতুন এই নগরে,
চিনা নাই রাস্তা পেঁচানো শহরে।