মৃত্যুর কান্নায় চারিদিকে বন্যা,
           মানুষের যাবে না অন্যায়।
মানবেরে নাই বিশ্বাস করোনা করেছে সর্বনাশ,
        ভয় নাই মানুষের মরণের নিঃশ্বাস।
ভুলে গিয়েছে মানুষের দান করোনা নিয়েছে প্রাণ,
              মানুষের নাই যে সম্মান।
মানুষের পাপ লাগে অভিশাপ করোনা দিয়েছে নগদ হিসাব,
       তাও মানুষ ছাড়ে না পাপের কিতাব।
মানুষের মনে হিংসা করোনা আবির্ভাব শতাব্দি বিংশ,
            তবু দেখা যায় জুলুমের সিংহ।
মানবে মানবে মারামারি করোনা এসেছে তাড়াতাড়ি,
            তাও মানুষ দিয়ে যায় হুমকি।


করণা মেরেছে মানুষ মানবের বিবেক বেহুশ,
     তবুও চলছে মানুষের অন্যায় চাবুক।
করোনা ভয় ছিল তার যার নায় আশেপাশে কেউ আর,
          তবুও মানুষ বুঝবে না মর্যাদা,
             অন্যায় সে করিবে সর্বদা।