গরুর গাড়ি
      -মিন হাসান নূর সম্রাট


তোর পিঠে তে চাবুক মারি,
তুই যে হলি গরুর গাড়ি
তোর পিঠে তে চড়ে যাবো,
              আমার শশুরবাড়ি।


ধীরে সস্তে চলবে জানি,
তাও তুই পৌঁছে জাবি।
গরুর গাড়ি চড়তে চড়তে,
এলাম এবার পাকা পথে।
গরুর গাড়ি হুরমুর করে,
    নডিয়ে ছড়িয়ে গড়ে।
      হালকা মনে পড়ে,
আমার নাগরাড়া জুতা কই?
তোর দিকেযে তাকিয়ে রই,
তুই যে হলি,গ্রাম বাংলার সই।