আচ্ছা মশায়, দ্বন্দ্ব লাগে কেন এই গগনে,
     ধবল মনে প্রশ্ন রইল এই ভুবনে।
বৃক্ষ হতে উজাড় করে বানাইলা বসনে,
কইলো না যে, বৃক্ষ মোদের দিলো না যে পাপ।


দিন পতিতে ঊর্মি জোয়ারে মোদের করি বিনাশ,
     দ্বন্দ্ব কইরা পতন হলো বিদ্বান জগতে।
    এই ছাড়া কি বদল হয় না এই ধরণীতে,
পরম করে রতন মিলে দ্বন্দ্ব ছাড় এই সমাজে।


কানুন বদলে মিলবে কি আর অগোছালো দ্বন্দ্ব,
      কমল মনে জবাব দিও মোর সমীরের।
       ওগো মশায় বললে না যে দ্বন্দ্ব বচনে,
ভাঙ্গা গলায় কইলে না যে আমার দেওয়া জবাবে।


  এই ভুবনে প্রশ্ন কইলে মিলে না যে কল্যাণে,
     থাই দিনাধিন সাধ করি যায় এই অদলে।
আচ্ছা মশায় সালাম লইয়া বিদায় করো মোর হুকুমে,


    আবারো বলি প্রশ্ন যে থাকলে অগোছালো
        দ্বন্দ্ব ছাড়া সুখ লইবেনা এই কিরণের।