দেশ বিদেশে কাঁপাকাপি,
           ঝড় তুলেছে মহামারী।


মেনে নেওয়া যে বড় কঠিন,
           জেনেছি তাহা মহী করোনা।
কেউ যে বলে খোদার বিবাদ,
           বেঈমান দের হলো নিরাশ্রয়।


পরিপাটি থাকা যে বড় জটিল,
           মৃত্যু কোলে ঝড়ে পড়ে মৃতবৎ।
তীরন্দাজ বেগে চলেছে মহামারী,
           নিরাশ্রয়া ঘুরে বেড়ায়।
প্রকৃতি কেন আজ নির্দয়া,
           সহোদর লইয়া ভুলিয়ে দিয়েছে।
আজ এই চির স্মরণীয় করোনা......


কী ভুল করেছি আজ এই ভুবনে?
যার জন্য তৃভুবনে নায় মোদের নিস্তার।
            গতকাল ছিল যে সুপ্ত,
আজ কেন মিলছে দুর্ভিক্ষ।


আবারো বলছি যে,
            করোনা যে নিরাকার।
আমরা হয়েছি যে দিশেহারা
খোদার ললাটে প্রার্থনা যে আজ,
            মাফ করে দিয়েদে উভ চরে।


চির স্মরণীয় হয়ে ইতিহাসের পাতায়,
মোদের ললাটে মোরা করেছি পাপ।


এই সে মহামারী করোনা,
দেশ বিদেশে ছড়ায় তার ভাইরাস।