ছন্নছাড়া রইল এবার মোদের জীবনে,
এই বলে কি লাগবে এবার শিক্ষা জপনে।
অন্ন ছাড়া টিকবে না যে এই জগতে,
তাহারে জন্য লাগবে এবার শিক্ষা রতনে।


সময় হলে চলে যাবে নিজের আপনে,
পাঠ্য বইয়ের পৃষ্ঠা খানি খুলে দেখো নিজের শপথে।
পড়ার ভয়ে বলো না যে মিথ্যা কথা যে,
শিক্ষা মোদের লাগবে এবার সকল গঠনে।


মোদের দেখা আগলে নেওয়া শিক্ষা স্বপনে,
শিক্ষা হাতে গড়বে মোদের এ জাতির জনকে।
শিক্ষা যদি না নাও লড়বে কেমনে আজ,
এই আদলে শিক্ষা মোদের দিবে যে লাভ।


শিক্ষা যদি দেখতে চাও পাইবা না দেখিতে,
এই শিক্ষা যে লুকিয়ে আছে তোমার মনে তে।
লাগবে মোদের শিক্ষা এবার,
গর্বে এবার জাতির ধারক।