হাসবি রাব্বি জাল্লাহা ।
মাফি কালবি গাইরুল্লাহ।
নুর মোহাম্মদ সাল্লালাহ ।

আমায় ছেড়ে দেনা মদিনায়,
গিলাফ ধরি কাদি হায়।

নুর নবিজির ডাকেতে,
কে কে দিবি সাড়ারে।

অন্ধকারের কবরে ,
থাকতে মোরা পারি না।

নুর নবিজির বাতিতে,
দাড়ায় থাইকো পাড়েতে।

নবীর বলা কথাতে,
জীবন দিব আগেতে।

নবীর শুরে কুরআনে,
পার হবো যে সিরাতে।

হাসবি রাব্বি জাল্লাহা ।
মাফি কালবি গাইরুল্লাহ।
নুর মোহাম্মদ সাল্লালাহ ।