সত্যের সন্ধানে নাই কোন আশা,
মানবেরে মনে নাই কোন মায়া।
আজ মিলবে কি মানবের ছায়া?


উত্তর বলিবে মানবের আজ লাগে টাকা,
একজোট হয়ে চলে সব আসমানের তারা।
কেন চলছে মানবের সমাজে অন্যায় পাতা,
একই কথা ছিল বাংলার জমিন এর প্রথা।


সব বলিলে সত্য কথা,
সত্যেরে জেগে ওঠা হবে সত্য কারের লতা।
সত্যের পথে চলতে হবে জানা ঠিকানা,
জেনে রেখো সত্যের পথে থাকা সব তারকা।