স্বপ্ন যদি দেখিতে ঘুমিয়ে,
যদি না করো বাস্তবায়নে,
হবে না পুরন বৃহৎ জগতে,
লাখো টাকার স্বপ্ন।
তোমার দেখা এলোমেলো স্বপ্নের তারা,
তা হবে না নিজের দেখার মেলা।
যদি না করো কষ্ট ভরা সকাল দুপুর বেলা,
লাখো টাকার স্বপ্ন।
ঘুমিয়ে থেকে করো কাজ,
কাজের যদি না হয় মান।
কি করিবে এই জগতে টিকে থাকার সম্মান,
দেখো না যে স্বপ্নে লাখো টাকার মেহেরবান।
জড়িয়ে পড়ে সম্মানের কর্মকাণ্ডের কাজ,
এই কথাটি এবার থামা যাক।