গণ্ডি বাঁধা এ জীবন,
লোভি জনে এই কৃপণ।
কারিগরি করে বাঁধা স্বপন,
নিড়িবিলি ঝড়ে থেমেনা চেতন।
রাত্রি আঁধার এই গগন,
লোচন বাসনা দন্ত বচন।
গরিবে তন্দ্রা এই ভুবন,
তাও তো বাঁধা গণ্ডি ললাট।
বিত্ব গড়া এই জীবন,
ধরণী ছাড়া এই মরণ।
বন্দি আমরা সেই রজনী,
অর্ক প্রভাত এই জীবন।
আবারো বলছি সেই কথা কোপন,
গণ্ডি বাঁধা এই জীবন।