সোনার মদিনায় গেলেরে গিলাপ ধরি কাদি রে।
সোনার মদিনায় গেলেরে গিলাপ ধরি কাদি রে।
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ,
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ।
জাহেল যখন মুষ্টিতে পাথর রেখে বলে রে,
ওহ গো যদি খোদার নবী বলো দেখি আছে কি?
আমার নবীর শানেতে দাগ দিবে কে বল রে,
ওমনি তখন খোদার ডাকে পাথর সুরে বলে রে,
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ,
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ।
লা ইলাহা ইল্লাহা নুর মোহাম্মাদ সাল্লাহ,
অর্ধ পৃথিবী শাসন সে করেছিল ওমর রে,
তার মুখেতে আসলে কেন আমার নবীর বাণী রে,
শুনো তবে সবাই গো আমার নবীর কারিশমা।
লা ইলাহা ইল্লাহা নুর মোহাম্মাদ সাল্লাহ,
বদ্ধ খুটির ঘরেতে কোরআন কে পড়ে রে,
ওমর তখন ডুকেরে বোনের হাতে কুরআন রে।
উচ্চ স্বরে বলে রে কার গোলামী করস রে,
ওমর বোনের জবানে ফুল ফুটিলো সুরা তে।
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ,
হাসবি রাব্বি জাল্লালা,মাফি কালবি গাইরুল্লাহ।
লা ইলাহা ইল্লাহা নুর মোহাম্মাদ সাল্লাহ,
দিনের পেয়ারা আমার নবী কামলিওলা মদিনা,
আশেকের ও মনেতে নবী তুমি রইবারে ।
হাসবি রাব্বি জাল্লালা , মাফি কালবি গাইরুল্লাহ
লা ইলাহা ইল্লাহা নুর মোহাম্মাদ সাল্লাহ,
সিনার উপরে দিলো পাথর জবান তবু জারি রে
লা ইলাহা ইল্লাহ , লা ইলাহা ইল্লাহা।