ভাগ্যের খেলায় হয়ে পড়ে কিছু মানুষ ধনী,
অর্থ সম্পদ লোভে হয়ে তারা কৃপণের খনি।
কর্ম করে জুড়িয়ে দেয় না দরিদ্রের ও কড়ি,
অর্থ সম্পদ না পায়লে তারা করে যে চুরি।
এই দোষ সমাজে কি অনেক বড় দোষী।
অর্থ সম্পদ ছাড়তে চায় না কৃপণ নামে খুনি,
ধনীর ঘরে ধন সম্পদে জোয়ার গড়িয়ে পড়ে।
অর্থ সম্পদ না পেয়ে,
গরিব না খেয়ে মরে।
কৃপণ তারা অর্থ সম্পদ কুড়িয়ে জুড়ায়,
দরিদ্ররা নুন আনতে পান্তা ফুরায়।
কৃপণ ধনীর দোষে হয় পড়ে চোর,
ধরতে পারলে তারে বলে দরিদ্র স্বভাবে রোগ।