জমিন পানে ঘুরিয়ে পেচিয়ে লাগালো দড়ি,
শুষ্ক সুতা জড়িয়ে নিয়ে উড়াল ঘুড়ি।
চমক করে লাগিয়ে দিবে কাগজের ছবি,
ঘুড়ি কাটিয়ে লুটিয়ে দিল শুষ্ক সুতা চুরি।


মায়ের কাছে কাঁদিয়া বলি দাও না কিছু কড়ি,
ধমক দিয়ে বলিয়ে দিল আমরা নয় যে ধনী।
ওরে মা ঘুড়ি উড়াবো কাল সকালের রবি,
একটু কড়ি দাও না মা আমি তোমার মনি।


আচ্ছা সোনা নাও কড়ি,কিনো এবার ঘুড়ি,
ওরে মা তুমি যে লক্ষী, এবার আমি চলি।