রম রমা এই সংগ্রাম
চারে দিকে দুর্নাম।
কে করছে অপমান
বল একবার তার নাম।


সুখের কোলে বন্ধু হবে
বিপদ এলে চিনতে পাবে।
কে ছিল আর,
কে পর।


তাকিয়ে কেন দেখো ভাই,
বাজার পন্যে ভেজাল তাই।


আসল ভেজাল মানুষ রে,
বিপদে খুলবে মুখোশ সে।


রম রমা এই পৃথিবী
চারে দিকে দুর্নীতি।
নিজের পাশে তাকায় চাও
আপন বলতে নাই কে হও।


সুখের মাঝে থাকি ইয়া
আছো তুমি ঘুমা ইয়া।
দুঃখের মাঝে থাকিলে
বুঝবে কে আপন রে?
একলা পথ চল রে
আসবে না কেউ তোর পথে।
পুরান কথার মানুষ কে,
রাখিস না আর মনে তে।


এবার একলা হাঁটা দে।