[বিঃদ্রঃ এখানে আমার,আমি শব্দটি কবির জন্য ব্যবহার হয় নায়।এটা কুকুরের দিক থেকে দেখা হয়েছে।এটা একটা রসিকতা মূলক কবিতা তাই খারাপ দৃষ্টিতে দেখবেন না]
__________________________
কুকুরের জীবন পরিধি
-মিন হাসান নূর সম্রাট
---------------------------------------------
আমার কুওার মতো চোখ,
রাতে বিকালে দেখি আমি সব।
অন্ধকারে চোর ডাকাতের পিছন পড়ি,
শীতকাইল্লে আইলে ধুঁকি ধুঁকি মরি।


রাতের বেলায় দারোয়ান হই,
দিনের বেলার পাতি মাস্তান সাজি রই।
আমি কুওা সবার সই।


__________________________
[দয়া করে কবিতাটি রসিকতা মূলক কবিতা হিসেবে দেখবেন]