শব্দের আদলে শুনতে পায় চিৎকার,
বাতাসের কোলেতে দেখতে পায় সর্বনাশ।
অগ্রিমে দেখাই এই মনেতে,
যুদ্ধ বাধিল এই জগতে।


অল্প ঘুমিয়ে চোখে ভেসে এলো আর্তনাদ,
কল্পনায় জুড়িয়ে চারিদিকে আজ সর্বকালের বাদ।
যুদ্ধের বিজয়ে লেখা এই ললাটে,
মুক্তিসেনাদের বর্ণের রক্তের শহীদের মরণে।


কতইনা শিশু অনাহারে কাঁদিতে লাগে যে শুকনো কাঠ,
রক্তের বন্যায় ভেসে উঠেছে মুক্তিসেনা এক যুদ্ধের মাঠ
মাঠে, ঘাটে, জলে, স্থলে ও জঙ্গলে,
মুক্তিসেনাদের যুদ্ধ করেছে সর্বকালে।


তাদের হাতে দেখা সব গড়ে ওঠা এক বাংলাদেশ,
আবারো দেখতে পায় সেই স্বপ্নের বাংলার শস্য ক্ষেত।