জীবনে ছাড়া ছন্দ নায়,
আপনার গাইলে মন্দ নায়।
    বলেন কি, মশাই
ঠিক বলেছেন, ছন্দ ছাড়া রইবে না যে মোদের কবিতা।
দিনের আলোয় রাতে গেল যত্নে গড়া এই সবিতা,


কৃপণ তারা যত্ন করে রাখল জগতে।
আপন সময় আপন কাজে লাগলো না যে আর,
আমি বলে কি, সময় দিয়ে কামাই করো এই ভুবনে।


যাবেন মশাই দোকানপাটে,
  দুই একটি কথাই কাটে।


বলবো যে আজ মুখ ফুটিয়া আপন রতনে,
জীবন মোদের রন্ধন করা পাঁচ যুক্তি মসলা ভরা।


অন্ধ মশাই জগত পারি ছন্দ জড়াই আপন রঙে,
দিনের কথা দিনে কইলাম বলেন এবার ছন্দ মেলায়।


আবারো বলি, জীবন ছাড়া ছন্দ নাই
                 আপন গাইলে মন্দ নাই।