সোনার চামচ মুখে নিয়ে যাদের জন্ম হয়েছে
নারীর নরম শরীর ছুঁয়ে তারাই খেলা করুক।
যাদের চামড়া পোড়ে সূর্যের কড়া রোদ
কিংবা ছেঁড়া পোশাকের ফুটোয় লেজ ঢুকিয়ে
শীতের কুয়াশাও সুরসুরি দেয়
যাদের কালো চামড়ায় ,
নারীর গা ঘেঁষে বসে থাকা তাদের শোভা পায় না।
সেই সব কঠিন হাতে শোভা পাক লাল পতাকা,
সেই সব অনাহারী পেটের চিৎকারে কেপে উঠুক দালান-কোঠা,
খুলে পড়ুক মুখোশ ধারীর খোলস
অত্যাচারী মন্ত্রীকে প্যান্ট খুলে তারা করা হোক জনতার ভিড়ে,
শহরের রাস্তায় রাস্তায় আবারও নেমে আসুক মুষ্ঠিবদ্ধ হাত
মানুষের কঙ্কালগুলো আবারও প্রাণ ফিরে পাক।