একটা পুরুষ ভালবেসেছিল একটা নারীকে
অন্ধকার সিনেমা হলে তিন ঘণ্টা ধরে
শুধু সিনেমাই দেখলো;
তারপর তাদের প্রেম ভেঙে গেলো।


একটা পুরুষ ভালবেসেছিল একটা নারীকে
রোজ ডে পালন করলো,
দুজনাতে কেবল অনেক গল্প হল;
তারপর তাদের প্রেম ভেঙে গেল।


একটা পুরুষ ভালবেসেছিল একটা নারীকে
একদিন নারিটাকে একা রেখে বাড়ির সবাই ঘুরতে গেলো।
পুরুষটা আসলো, সারারাত এক বিছানায় কেটে গেলো
নারীর প্রতি সম্মান জানিয়ে পুরুষটি ঘুমিয়ে পড়ে ছিল;
তারপর তাদের প্রেম ভেঙে গেলো।


শরৎ ঔপন্যাসিকের নারীকেও বোঝে-যে পুরুষ
যে পুরুষ নারীকে সম্মান করে মাথা নিচু করে থাকে
যে পুরুষ দিবারাত্র নারীবাদী বই পড়ে,
নারী তুমি তাকেই কাপুরুষ ভাবো।
যে পুরুষ রোজ ডে পালনের নামে
তোমার বিবস্ত্র শরীর নিয়ে খেলে,
কিস ডে - র নামে কামড়ে খায় নরম ঠোঁট
একটু অন্ধকার পেলেই  স্তনে আঁচড় কাটে
তোমরা তাকেই সিংহপুরুষ ভাবো।
নারী, তুমি আগে নারীবাদের ইস্তাহার ঠিক করো -
নইলে আগামীকাল সৎ পুরুষটিও ভেবে নেবে,
নারীরা কলঙ্কিনী হতে বেশি ভালোবাসে।
তখন আবার পুরুষকে দোষ দিও না।