অনেক দোয়া কবুলের যে আলীক সুখের শুভদৃষ্টি
হয়েছিল,তা তোমার কণ্ঠের সুরেলা শব্দবৃষ্টি ।
সেই ধ্বনির প্রতিধ্বনি মনের কোণে কোণে;
আজও বাতাসের গভীরতায়, মন সেই শব্দ শোনে ।


জোড়াভুরুর নীচে,একাধিক বার পলক ফেলা ওই চোখে -
পৃথিবীর সমস্ত মায়া নিদ্রা গেছে। কোন অজানা সুখে,
সাদা কালো মুহূর্তগুলো রঙিন মোড়কে জড়িয়েছে সে ন্যায়না ।
ও চোখের ভাষা হাজার চাওনির মাঝেও ভুলে থাকা যায়না।


এই মায়া,এই ধ্বনি,এই চাউনি হলো আমার আমানত
প্রতিটা মুহূর্তে সেই মুন্তাজির আমার একমাত্র এবাদাদ ।
রুহর প্রতিটা পাঁজরে সেই স্পর্শের কত না সংবেদনশীলতা,
হাজার কষ্টের মাঝে সেই হাসি দিলের শীতল নমনীয়তা।


এই ফিতুর জমে তৈরি হয়েছে কত না সুপ্ত আগ্নেয়গিরি -
তোমার হাত ধরে পার হতে চাই আমার জীবনের সব সিঁড়ি।
কল্পনাতেই হোক না কেন, তোমার চোখের কাজল হতে পেরেছি;
বৃষ্টির ফোঁটাতে খুঁজে পাবেনা আমায়,তোমার চোখের জলে ভেসেছি।।