একা একেলা মন
চলেছে নিরালা নির্জনে সারাক্ষণ ।
গোধূলির কিনারায় মিলেছে তখন
সন্ধ্যাতারার ইচ্ছে জেগেছে যখন ।


ক্লান্ত শ্রাবণে ফুল ফুটেছে ওই বৃন্তে
প্রেম বেঁধেছে বাসা, সে মনে একান্তে ।
খোলা আকাশের নীচে অবহেলায় -
বাদল ঘিরে স্মৃতি ভিড়েছে অবেলায় ।


হঠাৎ ভেঙে যাওয়া ঘুমের কারণে -
মৌমাছির পুষ্প হইতে মধু হরণে -
সাক্ষী ছিল একা একেলা মন, সারাক্ষণ ।
জগৎ জননী ছাড়েনি এ মায়ার বাঁধান ।।


ছেড়ে গেছে কত স্বপ্নের সাথ,
মুছে গেছে কত স্মৃতির রাত ।
দাঁড়িয়ে একা একেলা মন, আনমনে -
ফুঁপিয়ে কেঁদেছিল সে - সকলের গোপনে ।।