অবাক যখন নেত্রদ্বয়ের আস্ফালন
বুঝে নিও হয়েছে এক পরীর আগমন ।
খুশির যখন অজান্তেই প্রস্ফুটন
বুঝে নিও ওটা মিঠা স্মৃতিচারণ ।


বুকে ঢেউ হঠাৎ উচ্ছ্বসিত -
মন যখন কোমল স্পর্শে অভিভূত ।
যেদিন রুহু মেখেছে পাঁজরের শিহরণ
হৃদগহ্বরে কড়া নেড়েছে পাগলির মন ।


পাগলির শোভায়,হাজারও নক্ষত্র একক আঁধারে দীপ্ত
অদৃশ্য টানে কোঠর ছেড়ে হৃদয় করেছে নৃত্য ।।
ডানা মেলে সে,উন্মুক্ত গগনে বসন্ত বাতাস ছড়ায়
ঝরে গেছে কত পাপড়ি ওই চোখের ইশারায় ।।


কোমল স্পর্শ এখন দূরের মরীচিকা
পাঁজরের শিহরণে এখন অদৃশ্য বিভীষিকা ।
পাগলের আকাশে ছেয়ে গেছে অমাবস্যার রাত
নেত্রদ্বয়ের নমনীয়তায় আছে চোরাবালির হাত ।।