আমরা নেটিজেন
আমরা বাকি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের থেকে অনেক আলাদা
আমাদের সকাল শুরু হয় ম্যাসেঞ্জারের নোটিফিকেশান দিয়ে-"গুড মর্নিং"
চা ভরা পেয়ালার ছবি শেয়ার করে হয়ে যায় ব্রেকফাস্ট
ইন্সটা, ফেসবুকের স্ক্রলিং এ চলে আসে দেশ বিদেশের ট্রেন্ডিং খবর
এরপর স্ট্যাটাসের পালা, কার কটা ভিউ, কমেন্ট বা কটা লাইক
সে এক অন্য জগত! সখ করে যার নাম দিয়েছি ইন্টারনেট।


আমরা নেটিজেন  
আমরা বাকি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের থেকে অনেকটাই আলাদা
আমাদের সব কিছু ভার্চুয়াল,ভার্চুয়াল আমাদের ইমোশান গুলোও
আন্দোলন,প্রতিবাদ বা লড়াইয়ের জন্য আমাদের কলম বা লাঠি লাগে না
কীবোর্ডই আমাদের সব থেকে বড় হাতিয়ার ।
দেখোনা ঘরে বসেই কত বিদেশী শত্রুদের আক্রমণ করি !
আছে নাকি আমাদের থেকেও বুদ্ধিমান আর আধুনিক কেউ?


আমরা নেটিজেন  
আমরা বাকি হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের থেকে বেশ আলাদা
আমরা এখন রঙিন ছবি গুলোকে ফিল্টারে সাদা কালো করি
# ট্যাগে ভাইরাল করি,আমরা মাঠে নই ভিডিয়ো গেমে দৌড়ায়
টসের আগেই আমরা জেনে যায় কে জিতবে আর কে হারবে  
খুব ব্যস্ত থাকি আমরা,তাইতো গ্রুপ চ্যাট আর কনফারেন্সে কথা বলি
এখানে জন্মদিন হোক বা মৃত্যু সেলফি দিয়ে হয় উৎযাপন।


আমাদের সামাজিকতা,মানবিকতা,উদারতা দেখতে হলে
আসতে হবে আমাদের এই রঙিন ভার্চুয়াল দুনিয়ায়
এক অদৃশ্য বাঁধেন আমরা সবাই জুড়ে আছি একে অপরের সাথে
"এগুলো কি সম্ভব?"-প্রশ্ন হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্সদের
একটা স্মাইলি দিয়ে নেটিজেনরা বললো -
আমরা নেটিজেন  
আমরা তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা ।