একটাই তো ইচ্ছে ছিল -
কিছু তাঁরা সাক্ষী থাকবে তোমার আমার মিলনে ।
একটাই তো আশা ছিল -
বেঁচে থাকব শুধু তোমার কারণে ।
এখন......
রোজ আমার আমি কে মেরে,
বেঁচে থাকার উপায় খুঁজি ।


একটাই তো নেশা ছিল -
তোমার সমস্ত অনুভূতিতে মিশে থাকা,
একটাই তো অহংকার ছিল -
আমি দেহ, আর তুমি আমার বেঁচে থাকা ।
এখন......
রোজ তোমার স্মৃতিকে ভুলে,
বেঁচে থাকার উপায় খুঁজি ।


একটাই তো আয়না ছিল -
যার প্রতিবিম্বতে সৌন্দর্য শুধু তোমার কারণে,
একটাই তো বায়না ছিল -
আসমানেও এক রব,থেকে যাব তোমার স্মরণে ।
এখন......
রোজ বিশ্বাসের অসহিষ্ণুতা ভেঙে,
হীনমন্যতায় সুখ খুঁজে বেড়াই ।


একটাই তো পেশা ছিল -
সকলের অন্তরালে তোমার প্রেমের স্বাদ গ্রহণ,
একটাই তো চাওয়া ছিল -
একদিন হবে - আমার নৌকার তোমার সমুদ্রে পদার্পণ ।
এখন......
রোজ আর্তনাদ গুলি ভিজে যায়,
স্বপ্নগুলোতে বাস্তবতা খুঁজে বেড়ায়।