পশ্চিমবঙ্গে আজ জুটেছে সরকারি ভিখারি দল
টাকার জন্য দ্বারে দ্বারে করছে শুধু ছল।


পনের টাকায় চাকরি কিনে
টিউশন পড়াছে নিয়ম জেনে শুনে ।


গলাই দিয়েছে আবার নতুন গামছা
সরকারের নিয়ম কে লাথি মারায় তাদের ইচ্ছা।


ভিক্ষে হয়  তাদের বৃত্তি
অনিয়মটাই যেন তাদের মুক্তি।


বোঝালে আবার দেখায় অনেক যুক্তি।


বউয়ের চাই নামি দামি গহনা
তাইতো নেয় অনেক টাকা মাইিনা।


কিনছে গাড়ি কিনছে  শাড়ী
টাকা পয়সার ছড়াছড়ি।


বেতন চাই আবার ঘড়িঘড়ি।


শুনলাম পনের আট লাখটা
লাগিয়ে ছিল পুরোটা।


যতই তোমরা কর অভিনয়
কেও করবে না তোমাদের ভয়।


লড়ব মোরা সবার হয়ে
করব মোরা জয়।


শুনেরাখ একটা কথা
যে খায় চিনি তাকে জোগায় চিন্তামনি।