চৌরাস্তার নিয়ন আলোয় একা দাঁড়িয়ে আছে একজন,
একজন কবি, আর হাজারো আহাজারি মাখা শেষরাত্রি,
অনেক দূর হতে ভেসে আসছে রাস্তার কুকুরের ডাক,
ক্রমাগত শব্দে চাবুক মেরে চলেছে এই শীতের বাতাস,
কাছে কোথাও আধঘুমন্ত প্রহরীর নিস্তেজ আর্তনাদ,
যুদ্ধে ব্যস্ত পিচঢালা বড় রাস্তা আর দূরপাল্লার যান,
পরিণত দুঃখবিলাস যেন শেষরাত্রির নিয়ম ভাঙছে,
কাছে কোথাও পেঁচার কন্ঠে বেজে চলেছে অমিনাস সুর,
কবির কাছে এগিয়ে আসছে কালো আততায়ীর দল,
তাদের সাথে কবি এ রাতে মিশে যাবে আজন্মকাল,
হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো শেষরাত্রির বুক কাঁপিয়ে,
তবে কি কবি আর কখনো ফিরবেনা চৌরাস্তার মোড়ে?
হারিয়ে যাক কবি আর কবিতাগুচ্ছ, গিলে খাক আততায়ী,
ব্যর্থ এ ভালবাসার জন্য কবি আর কবিতারাই দায়ী।