বুকের মধ্যে দলা পাকিয়ে,
বিদ্রোহ করে বসেছে হৃদয়,
মস্তিষ্ক সবটুকু শক্তি দিয়ে,
আটকিয়ে রেখেছে কষ্ট।
একেকটা বিচ্ছেদের কষ্ট,
যেন একেকটা মনুমেন্ট,
প্রিয়জন হারানোর আশংকায়,
নদীর মত হৃদয়টা ভেঙ্গে যাচ্ছে।


একেকটা ভাঙ্গা টুকরো,
যেনো আঘাত করতে থাকে,
উপশম খুঁজতে মরিয়া প্রায়,
ভীষণ যন্ত্রণায় কাতর হৃদয়।


এক টুকরো মেঘ সরিয়ে
উঁকি দেয় এক ফালি চাঁদ,
ভাঙ্গা ঘরের ছাঁদ বেয়ে,
নেমে আসে নিষ্পাপ জোছনা।
ভিজিয়ে দেয় উত্তপ্ত মগজ,হৃদয়,
বিচ্ছেদ তুমি বিদ্রোহ, তুমি কষ্ট,
হৃদয়ের খুব গভীরে জ্বলুক,
ভীষণ যন্ত্রণার অবশিষ্ট।