মধ্য দুপুরে মাতালেরা দলবেঁধে নেমেছে রাজপথে,
বুকের ভেতরে বুক জ্বালিয়ে শীতল করেছে দেহ।
আর দেখেছে প্রজাদের মুখে, বিস্তীর্ণ উপহাসের ঢেউ,
এগিয়ে যায় ঢেউ ভেঙে,
ঘোড়গাড়ি করে ছুটছে অনন্তকাল।
এই শহর কাদের?
মাতালের নাকি একদল অকৃতজ্ঞ প্রজাদের?
রাজা মশাই পত্র পাবেন,
ওদের নির্বাসনে পাঠিয়ে দিন পাথরের রাজ্যে,
দূরে পাঠিয়ে দিন, ওরা বদ্ধ উন্মাদ, ওরা মামলাবাজ।


মধ্য দুপুরে মাতাল এক শহর, চিন্তায় মগ্ন ধ্বংসের,
চিন্তায় মগ্ন উপহাসের।
মাথার উপর আকাশ রেখে,ভেঙে পড়ার আভাস,
অন্ধকার নেমে আসলেই,
এ শহরে খুনিদের মেলা বসবে,
প্রজাদের আবরণ ঝেড়ে ফেলবে,
কুপিয়ে হত্যা করবে মাতালদের,
রাজা মশাই পত্র কি পেয়েছেন?
ওদের নির্বাসনে পাঠিয়ে দিন পাথরের রাজ্যে,
দূরে পাঠিয়ে দিন, ওরা বদ্ধ উন্মাদ, ওরা হত্যাকারী।


মধ্য দুপুরে মাতালেরা দলবেঁধে নেমেছে রাজপথে,
হাতে স্কচের বোতল,বিফ স্টেক,কোমলপানীয়,
মাতালের দল আফসোসে কাঁদে আজ,
ওরা বাঁচতে দেয়নি প্রিয় ভিনসেন্ট ভ্যান গগ'কে,
তবুও মাতালের দল রক্ষা করবে 'স্ট্যারি নাইট'।
বাড়ছে পিপাসা, বাড়ছে চাঁদের গায়ের দাগ,
বিদঘুটে দৈত্যের বাগানে এসেছে ছোট বাচ্চারা,
খবর নিয়ে এসেছে তারা,
ওদের নির্বাসন নিয়ে ভেবে দেখবার সময় হয়েছে,
ওরা অকৃতজ্ঞ, ওরা বদ্ধ উন্মাদ, ওরা নিরানন্দ।


মধ্য দুপুরে মাতাল শহর চিন্তায় মগ্ন হয়েছে ওপেরার,
ফাঁকা পড়ে থাকে শ্রোতাদের অভাবে,
প্রজাদের দল ওপেরার বুক চেপে ধরে দুপায়ে,
রুখে দাঁড়ায় প্রিয় মাতালের দল,
ওদের রক্তপাতের চেয়ে, এক গ্লাস রেড ওয়াইনে বেশি হিংসে,
উষ্ণ কোনো নারীর বুকের চাইতে,
ওরা পরাজিত মাতাল হয়ে ঘরে ফিরতে ব্যাকুল,
পিচ্ছিল রাস্তায় আছড়ে পড়ে, জনসমুদ্র ভুলে যায়,
পুরোনো পোষাকের নিয়মিত ঘ্রাণ, মাতাল খোঁজে একফোঁটা রাম।


গনগনে সূর্যটার বত্রিশ দাঁতের হাসি যেন পুড়িয়ে মারে,
পুড়ে যায় প্রেমিকার টসটসে লাল ঠোট,
আর উল্লাসে মেতে উঠে ধারালো ছুরির ফলা
ওরা কি করে বুঝবে শহর পুড়বার কষ্ট?
শহর তৈরির 'ইউজার ম্যানুয়াল' নিয়ে চলে যাও,
চলে যাও নির্বাসনে, পাথর রাজ্যে শহর বানাও।
জাহাজ এসে ভিড়েছে প্রাচীন নদীর বন্দরে,
রাজা মশাই পত্র দিয়েছে, উঠে পড় জাহাজে
তোমাদের নির্বাসন যাত্রার সময় হয়েছে,
তোমরা অকৃতজ্ঞ,তোমরা বদ্ধ উন্মাদ,তোমরা অতি নগণ্য।