প্রিয় নেফারতিতি,
আমাদের প্রিয় অশ্বত্থ আজও মাথা উঁচু রেখেছে,
কতশত প্রেম ধুলোবালির মত উড়ে গেছে বাতাসে,
তবুও কিন্তু গাছটা টিকে আছে আমাদের ভরসায়
ফেলে যাওয়া স্মৃতি আঁকড়ে বেঁচে আছে ভালবাসায়।
প্রিয় নেফারতিতি,
আমাদের প্রিয় রাস্তা আজও কালের সাক্ষী হয়ে আছে,
কতশত পথিক রাস্তার বুক চিঁড়ে পৌঁছেছে ঠিকানায়,
তবুও আছে আমাদের বন্দি দুহাত,ধীর পায়ের অপেক্ষায়,
ফেলা যাওয়া স্মৃতি আঁকড়ে বেঁচে আছে ভালবাসায়।
প্রিয় নেফারতিতি,
সময় পেলে প্রিয় অশ্বত্থ গাছের নিচে একবার ফিরে এসো,
পুরোনো দিনগুলোর মত তার ছায়ায় একটু বসো,
অসমাপ্ত কবিতার রাস্তা ধরে ফিরে যেয়ো সন্ধ্যা বেলায়,
আমি তার কাছে শুনে নিবো এখনো কি ভালবাস আমায়?