তোমাদের ঘৃণা দিয়ে ছেয়ে গেছে রাজপথ,
মিছিলে আর মিটিংয়ে পুরোনো হিংসের গন্ধ,
একমুঠো আহারের আশায় বসে আছে বোকা কাক
শেয়াল আছে মস্ত চিন্তায়, ডাঙ্গায় ঘুরছে গুইসাপ
হোক যত ঘ্যানরঘ্যানর ব্যাঙ ছাতায় লুকোয় কেন
সাহস বুকে রাস্তার মোড়ে ঘাপটি মেরে চিতাবাঘ
রাইফেল হাতে হরিণের দল রাজপথ কাঁপায় আজ
তোমাদের হিংসেতে পুড়ে গেছে বসন্তের ফুল
জোড়া শালিক জানে শিমুল গাছের ভালবাসা ভুল
আমাদের ঝগড়াটে রাত আগুনের পাশে জেগে থাকে
পুরোনো অভিমান ভেঙে সেই ঝগড়া গিয়েছে মিটে
আমি তোমার দুঃখ ভুলেছি ঠোঁটে চাপা সিগারেটে।