পরাজিত পাথর ভেঙেছে বুকের পাঁজর,
থেঁতলে গেছে ক্ষত, থেঁতলে গেছে হৃদয়,
প্রত্যাখ্যানে মুখোমুখি শ্বেতশুভ্র মেঘের অংশ,
হৃদয়ের ভাঙা ফুটো দিয়ে দেখা হয়না আকাশ।


কার্নিশে দুলছে প্রিয়তমার না পাওয়া আহ্লাদ,
প্রিয়তমা, আমার প্রচন্ড ব্যথা বুকের পাঁজরে,
রক্তক্ষরণ ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে সবটুকু আনন্দ,
গভীরে সৃষ্ট ক্ষত, একদম থেঁতলে যাওয়া ক্ষত।


আচ্ছন্নতার চাদরে শুইয়ে ছটফটে ব্যথায় কাতর,
হে পরাজিত পাথর,ক্ষত ঢেকে বাঁচিয়ে দাও আমায়,
একদিন প্রিয় সব অপরাধ গুলো ভেবে তৈরি হবো,
সব ব্লাড ব্যাংক তৈরি রেখো এই পাগলের জন্য,


পরাজিত পাথর ভেঙেছে বুকের পাঁজর,
থেঁতলে গেছে ক্ষত, থেঁতলে গেছে হৃদয়,
বেঁচে থাকার ইচ্ছেতে বর্ম সাজিয়ে রেখেছি
তবুও তীব্র আঘাত ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে ইচ্ছে।


আমি চেরাপুঞ্জির মত তোমাকে ভালবাসি,
প্রিয়তমা, আমার প্রচন্ড ব্যথা বুকের পাঁজরে,
প্রিয়তমা তুমি এই ভাঙা পাঁজর ছেড়ে যাবে?
আমি যতটা কষ্টে ছেড়েছি ঘর,তোমার কষ্ট হবে?


আমার আকাশের মেঘগুলোয় মিশে যাচ্ছে দুঃখ,
তুমি পাইকারি মূল্য ঝুলিয়ে দিলেই পারতে,
প্রত্যাখ্যানে মুখোমুখি শ্বেতশুভ্র মেঘের অংশ,
হৃদয়ের ভাঙা ফুটো দিয়ে দেখা হয়না আকাশ।