জীবনের সাফল্যের দিকে লোলুপ দৃষ্টি মেলে তাকাই
জীবন খুব একটা অন্ত্যমিল শেখায়নি আমায়,
কখনো ফুটপাতে শোয়া মানুষের মন হতে পারিনি
আমি পারিনি, কিছুই পারিনি, অবাক দৃষ্টিতে তাকাই
কখন যেন রাতের ট্রেন ছেড়ে গেলো আমাদের,
কি অদ্ভুত তার হাতছানি, সুর তুলে জানিয়ে গেল
জীবনে তো কতজনই এলো,কত ট্রেনেই যাত্রা তাদের
সন্দিহান চোখে সাফল্য খুঁজেছি, সে কি ধরা দেয়?
জানিনা আমি, আমার কিছু জানা নেই, আমি নির্বোধ
প্রতি রাতে আমি স্টেশনের খুব কাছাকাছি পৌছাই
সাফল্য নামক ট্রেন যেন ইঞ্জিন ছাড়া পড়ে আছে
আর কতটুকু অপূর্ণতা থেকে যাবে আমার? তোমার?
কতটা হলে তুমি আমায় ছেড়ে যাবে?বিশ্বাস করবো?
কতটুকু আর্তনাদে কেউ শেকল টানবে?
তুমি কি আমায় সাথে নেবে? আমার সফল হওয়ায়?
মাঝরাতে স্টেশনে একা দাঁড়িয়ে অপেক্ষা করবো?
কিন্তু জীবন খুব একটা অন্ত্যমিল শেখায়নি আমায়,
একটা গান শুনিয়ে গুমরানো মেঘের বৃষ্টি নামবে?
স্টেইনলেস ছুড়িতে এ হৃদয় কেটে রক্ত ঝরাবে?
না তুমি স্বার্থপর, বাঁচিয়ে রাখবে আমাদের।
আর প্রতিনিয়ত শোনাবে সফল হবার মূলমন্ত্র
আমি স্বপ্ন দেখি, খুব যন্ত্রণায় ক্ষতবিক্ষত হৃদয়
কেটেকুটে এক ফোঁটা সুখ খুঁজতে থাকি আমি।
সুখ নেই, আর্তনাদে কেঁদে উঠে মন, ভেঙ্গে যায় স্বপ্ন।
রক্তে ডুবে বিষাদের ড্রাকুলা সেজে ঘুরেফিরে আসি
আমি আশাহীন সফলতায় শুধু তোমায় ভালবাসি।