বেশ শান্ত হয়েই রইব বলে, করছি যখন পণ,
কেন খোঁচাচ্ছ বাপু হে, অসময়ে দিয়ে তাড়া।
কেন অযথাই তুলো রব, সোশ্যালের ওই বাক্সে,
হে হে ময়দানে আসো, এত লাফাচ্ছিলে যারা।


সব প্রমিজ-ওয়াদার নিকুচি করি, আমি নীরব,
আমি ডে বাই ডে পালন করি,  দিবস মহাযজ্ঞ।
আমি রিয়্যাক্টের ঘরে ভাব প্রকাশে করি না দেরি,
আমি সরব এই সোশ্যালে, নই তো আমি অজ্ঞ।


আমি শেয়ারে শেয়ারে জ্যাম করে দিব সার্ভার!
৫ দিনে হবে মনোবাঞ্ছা পূরণ, যা হয়নি এতদিন।
আমি নিরাকার ঐ সত্তাকে বেচি, হয়ে মুনাফেক,
কখনো বুঝিনি মুমিনের ঐ সত্তা, তিনি কতটা রঙিন।


আমি বিবেকেরে ঠেলে আবেগেরে করি আলিঙ্গন,
বোধোদয় সব বিসর্জন দিয়ে নামি পাগলের মঞ্চে।
কে করলো আমায় ভয়, কে করলো তিরস্কার ধুর,
আমি এলেমি জ্ঞানে পড়ি না কখনো, ফাও প্রবঞ্চে।


আমি তেলমাখা যত বুলি দিয়ে, নেতারে করি খুশি,
তারই লেজ ধরে হুংকার ছুড়ি, গলি পাড়া মহল্লায়।
আমি টেবিলের নিচে টাকা গুঁজি করে স্যানিটাইজ,
ন্যায় নীতি? সে আবার কি, যাক না সবটা গোল্লায়।


আমি বধির হই যখন দেখি নারী ইজ্জত হয় লুণ্ঠন,
সোশ্যালে এসে ৪ লাইন লিখি চেয়ারে শেয়ার ভরে।
আমি নিজের টা বুঝি ১৬ আনা, ওহে আম পাবলিক!
ভারত যদি হয় বন্ধু, তবে কাঁটাতারে কেন লাশ পড়ে!