এক অনবদ্য গল্পের অভিনেতা শহরবাসি
স্নিগ্ধ হাসি এটে সারাটা দিন যে কাটায়,
এক অসম্পূর্ণ গান এ শহরের দিনগুলো
রাতের গানগুলো দিনের আলোয় হারায়।


এক মিষ্টি সকাল আর প্রিয় শহরের পায়রারা
কিছু মিথ্যের গল্প এখানে লিখছে সবে,
এক মায়া পড়ে থাকে শহরের পথে পথে
যা হারিয়েছিলো বলো পেয়েছো কে কবে?


এক শ্রাবণের মেঘ শহুরে জানালায় থামে
আঁখি পল্লবে নেমে আসে সন্ধ্যার কালো,
এক মৃন্ময়ীর হাসি শহরের বুক পাজরে রয়
বেলাশেষে নিঃশেষে কেন তবে জ্বালো আলো।


এক নিকষ কালো সুর তুলে শহরের কোনে
প্রিয় স্মৃতিটুকু রয়ে যায় বুকপকেটের খামে,
এক বেনামী হাওয়া কাপায় গলির ঐ মোড়ে
মাটি ভিজে উঠে পাগলের রক্তের লাল নামে।


এক পশলা বর্ষণে করিডোর ধুয়ে যায় শহরের
বিষন্নতায় ছেয়ে যায় দেখো এগলি ওগলির মন
এক কৈশর কাটবে প্রহর শহরের ধ্রুম্রজালে
স্মৃতিকাতরতায় নাগরিক প্রচন্ড আবেগ প্রবণ।