দপদপ করে জ্বলতে থাকা তারা ছিল আকাশে
আমি বেহিসেবি হয়েছিলাম কোন জোছনায়।
ঘুমহীন শহরতলীর বারান্দাটায় বসেছিল উতসব
খাতার পাতার কবিতায় সাজিয়েছিলাম তোমায়।


ঝিঝিপোকার শব্দ আর দূর ঐ দালানের পরে
তুমি ঘুমিয়েছিলে কতটা নিষ্পাপ আবছায়ায়
চাঁদের বাধভাঙা জোছনা কি কপাল ছুয়ে ছিল?
আমার ভালোবাসা নিও উষ্ণ আলোর আলেয়ায়।


দিব্য আলোয় সেদিন চোখে চোখ রেখে হেসেছো
আমি ঘাবড়ে গিয়ে মাথা চুলকানোয় ছিলাম ব্যস্ত
শেষ বিকেলের এক পশলা বৃষ্টি থামিয়েছিল পথ
আমার আমি ছিলো কবিতার পরতে পরতে ন্যাস্ত।


সকালের শিশিরে সেদিন ভিজছিলো কালো কেশ
মুচকি হাসি খেলছিল কাজল ঐ চোখের পাতায়
নির্বাক হয়ে দেখছিলাম সবটা মুগ্ধতা ঠেলে আমি
মেঘময়ী রোদ্দুরে দাড়িয়েছো মস্তিকের খাতায়....