আজ এই শহর অনুচ্চার্য! তবুও পূর্ণিমার জন্মলগ্ন হয়,
অথচ তাবুতে সোনালী বালিকা নেই, সুসময় নেই
- তবুও সুদিনের আশায় জননী !
আজ পিপাসার রক্তমুখে মানব সাম্রাজ্য
- দূষিত বাতাস ছুঁয়ে সমুদ্রে ডুবা সূর্য দেখে নিলো
-দেখে নিলো সভ্যতার দেয়াল ঠেলে আসা দুঃখ।
আজ সোনালী সময় নেই, মৃত্যুহলে গোসল নেই
- জানাজা নেই,
বাপের লাশ সন্তান কাঁধে নিতে ভয় পায়!
- সবাই জপে ইয়া নফছি - ইয়া নফছি
আজ সোনালী মৃত্যু নেই! -এখনও রুপালী চাঁদ উঠে আকাশে
- আর গ্রহ তার নিজ পথে অবিচলিত ।
কিন্তু কেনো? কেনো? আমাদের এই  অবস্থা?
- এক ভাই বলছে : ভাত দে -না হয় করোনা খাবো!
আমি তাকে দেখেছি কাদঁতে কবির হাতের কলমের মত!
কিন্তু কেনো? কেনো? এই কান্না?
-পাপের জন্য অনুতপ্ত হয়ে না ক্ষুধার জন্য?
আজ এই শহর অনুচ্চার্য! এখন আর লাল নীল আলোর পথে
- আসে না সুখবর!
এখন কেবলি আসে ক্ষুধা, মহামারী, মৃত্যুভয়।
------২৬ চৈত্র ১৪২৬ বসন্ত