এইতো ভোরের সূর্য এইতো শিশিরে ভেজা ফুল
এইতো রাজপথে নামলো
আলোর নৃত্যে একুশেফ্রেব্রুয়ারি
এইতো ঝলমলে রুদ্রে বাজলো মেয়েদের কণ্ঠে একুশের গান।


কতদিন পর কতরাত পর
এইতো আবার একত্রিত হলাম মিছিলে
এইতো আবার এসেছি মাতৃ'ভাষার টানে
এইতো আবার প্রাণে প্রাণ মিলিয়ে কণ্ঠ দিয়েছি আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো, একুশের গানে।


এইতো গভীর শ্রদ্ধায় ফুল দিয়েছি শহীদ চরণে
এইতো নত হলাম ভালোবাসে মাতৃ'ভাষার কাছে।


এইতো শিশির ভেজা ঘাস এইতো খালি পা
এইতো কালো ব্যাজ মাথায় বেঁধে
সোনার ছেলে-মেয়ে আবার রাজপথে নামলো
এইতো আলোর নৃত্যে একুশেফ্রেব্রুয়ারি
এইতো সোনালী রুদ্র চরণ ছুঁয়েছে
এইতো কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে কণ্ঠে
আবার বাজলো আমার ভাইয়ে রক্তেরাঙ্গানো একুশেফ্রেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি ।
১০/১২/২০১৪ইং