২১/১২/১৯


পৃথিবীর আলো বাতাস অন্ধকারের মত,
আমাকেও মনে রেখো,
আমিও ছিলাম তোমাদের মত,
এই পৃথিবীতে
আমার মুখের ভাষা ছিলো বাংলা
আমার লেখার ভাষা ছিলো বাংলা।


আমি জানি সবাই আমাকে চিনে না
তবুও -যে চিনে, সে জানে
আমি দেখেছি বাংলার আকাশ, নদী,খালবিল
আমি দেখেছি বাংলার বন
বাংলার বাতাসে আমি নিয়েছি প্রাণ ভরে নিঃশ্বাস।


এই বৃক্ষের মত এই পাঁখির মত
আমাকেও মনে রেখো
আমিও ছিলাম বা এখনো আছি
এই বাংলায়- মাটির সাথে মিশে।