যেন আমার সবকিছুতেই অপেক্ষা করার সময়
...দুঃখ করার সময়
- আমি যেন এক অভাগা বিকেল
- যেন কোন রমণীর চোখে দুঃখ-শোকে ঝরা অশ্রু
যেন আমার সবকিছুতেই অত্যাবশ্যকতা।
আমার যে বয়সের সঙ্কেত পড়েছে শরীরের
- সময়ের ফাঁকে
কথার ফাঁকে পোড়ছে ভবিষ্যৎ, আশ্চর্য! আমার এত ধৈর্য?
- অপেক্ষা পোড়িয়ে দিচ্ছে আমার শরীর
...এখন পোড়ার সময়।
মলিন পাদুকা - ছিঁড়ে গেছে
তবুও আমাকে অপেক্ষা করতে হবে!  
আমি তো কেবল চাকরি না ব্যবসা অদলবদল
- সিদ্ধান্ত : আর কিছু নয়
- সেদিন সবাই কক্সবাজার গেলো আমাকে বলেছিল
আমি ছেঁড়া পাদুকা দেখিয়ে বললাম :
নতুন পাদুকা  কেনার সিদ্ধান্ত এখন হয় নি
- আমার পা নগ্ন
সুতরাং সামুদ্রিক ইলিশ অথবা সমুদ্রে ডোবা সূর্য
- যেন কোন কিছুতেই  আমার আনন্দ নেই।
------------
২৬ ফাল্গুন ১৪২৬ বসন্ত