মৃত্যু -এসেছে এই বলে ভালোবাসা চলে গলো,
বাঁশ কাঁটতে!
চ্যায়ার টেনে বসো!অমূতের স্বাদ ভালোবাসায় আছে
বলো মৃত্যু !তুমি কী রজকিনী হবে?
আমার জন্য, আমি শুনি।


তুমি আমাকে নিয়ে যাবে এই শুনে!ভালোবাসা
কাঁদতে কাঁদেত গেলো!মাঁঠি খুরে
ঘর ভানাতে-অন্দকারে ভিতরে
মৃত্যু বলো!তুমি কী আমায় ভালোবাসে
সাবিত্রী, রজকিনী হবে?
আমার জন্য, আমি শুনি ।


ভালোবাসার অতৃপ্তি নিয়ে আমি না হয়
মরে যাবো!রজকিনীর পিপাসায়:-
তোমার সঙ্গী হলাম!ঈশ্বরের কসম
বলো মৃত্যু! তুমি কী সুখ হবে?
আমার জন্য! আমি শুনি।