আর ভয় নেই!
এই মন আঘাতপ্রাপ্ত,
অগ্নিতে পোড়লে হবে, ছাই হক!
ছাই পুড়ালে কি হয়?
এই সমাজের মিথ্যা মায়াজালে থাকুক
রাত আর দিন!
সূর্য কিন'বা চাঁদ হয়ে আকাশে থাকুক,
সত্য-না হয় রাতের অন্ধকারে
ডুবে মরুক!তা'তে তোমার কী?
যার মন ভাঙ্গে নি কখন ভাঙ্গার ভয় তো
তার সে মরছে,
আমিও মরেছি মৃত্যু আগেও বহুবার!
মরেছি বলেই তো আজও
আমি বেঁচে আছি মৃত্যু'কে ভয় না করে
মৃত্যু'কে যারা ভয় পায়
তারাই পায় না শুধু বাঁচার অধিকার।