তোমারে দেখেছিলাম যখন আতঙ্ক আর মৃত্যুর মিছিল
-  শহর আর গ্রামে গড়েছিলো
লাশকাঁটা ঘর ! যখন প্রিয় মানুষ গুলো ঝড়ে যায়
বৃক্ষের ঝড়া পাতার মতন।
তোমারে দেখেছিলাম যখন অতিভোজী অনিদ্রার পিপাসায়
- বিচ্ছিন্ন মানুষের মুখে
মৃত্যুর আশঙ্কায় আতঙ্কিত শিশুর চোখে
- যখন গড়িয়ে গেলো বিলাপ।
তোমারে দেখেছিলাম যখন আলুখালু দিন
- অাঁকাবাঁকা দৃশ্যের মতন
- হঠাৎ থিরথিরানি ভয়! পৃথিবীর সাথে
দুর্ভাগ্যবশত অগণিত লাশের পরিচয় করিয়ে দিতে।
তোমারে দেখেছিলাম যখন রক্তমাখা ক্ষুধার্ত সমাজ
- হতাশাগ্রস্ত মানুষের নীল আর্তনাদ
বাতাসের ঝর্ণায় রমণীর চুলে মিহি বিষাদ
- আমি দেখেছি তোমারে যখন
- একটি শিশু চিৎকার কাঁদছিলো
শরীরের প্রতিটা শিরায় শিরায় শিহরণ তুলে
শহর আর গ্রামে যখন গড়েছিলো লাশকাঁটা ঘর।
------------------
১১ চৈত্র ১৪২৬ বসন্ত