আমার কিছু'ই থাকলো না -
...যৌবন ছিলো
কালো চুল ছিলো কালো দাড়ি গোঁফ ছিলো
পেকে দবদবা সাদা হয়ে গেলো!
চেহারায় লাবণ্য চিলো,বয়সের বাড়ে ঝুলে গেলো।


আমার কিছুই থাকলো না -
...এক সময়
আমার হুঙ্কার কত মানুষ থরথর করে কাঁপত
আবার আমার উপর ভর দিয়ে কত মানুষ নির্দ্বিধায় চল'তো
অথচ আমার কিছু'ই থাকলো না -আজ আমি নিজেই
লাঠির সাহায্য ছাড়া দাঁড়াতে পারি না।


...আমার মৃত্যুর সময় আমার জমানো সম্পদ
আমার কোন কাজে'ই আসলো না
- এক টুকরো কাফন ছাড়া
হায় আমার আর কিছু'ই থাকলো না।
--------------------------------১৬ ভাদ্র ১৪২৭ শরৎ