: "আমি ক্ষুদ্র,ব্যাকটেরিয়ার মত,
সত্যিই আমি অতি সামান্য,
বিষাদের বাগানে ফোটা মালী'র বিরহ ফুল,
জীবাণুর মত দেখায়- সত্যি বলতে কী?
জীবাণু তোমার ভিতরে বাহিরে নয়।


তোমার কথা‍ই সত্যি,
আমি জানি,আমি কবি নয়, কবিতার মিস্ত্রী,
আকন্দ বাহুমূলের গন্ধে প্রকাশিত,
স্থাপিত কবির ক্ষুধার মুখ,
শঙ্খচূড়ের মত ধ্বংস করেছি,হিংসার সমাধি।


কবির সাম্রাজ্য ,মুহূর্তেই লুফে নিলো,আমনের গন্ধ,
ধ্বংসের ভিতরে,আমি কবি, শব্দের হাঁতুড়ি পিটাই,
কাব্যেসমগ্রে, আমি কবি নয়,কাব্যমিস্ত্রী
খাতার পেঠে ডালি কলমের কালি,
ভাঙ্গি হিংসার পাতানু দাঁত।


আমি সংবাদপত্রে অপ্রাকাশিত,দূর্নীতর
ভিতরে অধঃপতনের মূল,
নব নির্মিত কাব্য প্রতিষ্ঠান,এক বলাবহুল মিস্ত্রী
আমি তোমাকে ধ্বংস করি না,
ধ্বংস -কেবলি তোমার হিংসার ভিতরে,।


আমি তো শুধু,- বর্ণমালার অক্ষরে বোনা,
নব বধূর হাতের শাঁখা
আমি বিষাদের বাগানে ভুনি,
এক স্বাধীন পাঁখির তোমার  বাসা।