ঘরের শত্রু ইঁদুর কী করে যে এত দ্রুত
রাতের অন্দকারে!
কাঁটছিল বধূর শাড়ির আঁচল
আমাদের বাপ চাচা'রা কেউ তা'র টের'ই পায় নি।


শুনেছি বাইরে কুকুর গুলোর শিকার
প্রতিদিন কেউ না কেউ হত!
আর মহা উৎসবে
শকুনি তার মৃতদেহ ছিঁড়ে ক্ষেত।


তারপর হঠাৎ করেই একদিন নেমে এলো
কালো রাত্রি!কী ভয়ংকর রাত
সে রাতের গল্প শুনেই আমার গা ভয়ে
ঝিম ঝিম করে উঠছিল।


সেই রাত্রে,
হঠাৎ করেই রক্তচুষা ডাইনীর মত কুকুর গুলো
বাংলার প্রতিটি মানুষের ঘাড়ে
বিষ দাঁত দিয়ে ধ্বংসে ছিলো!
আর ভয়ে মানুষ যেন মৃত্যুর আগেই মরে যাচ্ছিলো।