: তুমি কি যেন বলছিলে আমাকে
- ও স্বার্থপর কবি!
আমার কোন ভদ্রতা নেই, আমি অভদ্র!
: হে আমি স্বার্থপর কবি
আমি কোন ভদ্রলোক কবি নই।


" আমার কবিতা যে পড়ে সে অভদ্র "
" কারণ সে গালির পরিবর্তে গালি দিতে জানে "


আমি অভদ্র কবি
- কবিরা ভদ্র হয় তোমাকে বলেছে কোন কুষ্মান্ড?
" কবিরা অন্যায়ের সাথে আপসহীন যুদ্ধ করে "
" কবিরা এক তরফা ন্যায়ের কথা বলে "।


যে কবিতা পড়ে
সে ভদ্র হতে পারে না, সে নিশ্চয়ই অভদ্র
"কারণ সে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়"
"সে কোনো হারামখোর বজ্জাত মিথ্যুকদের ডরায় না "
"সে তার প্রকাশে সবসময় সত্যের পক্ষ নেয় "
- কারণ সে কবিতার প্রাণ।
............ ০৪ বৈশাখ ১৪২৭ গ্রীষ্ম