আমার মা ছিলেন গ্রামের এক গরীব ঘরের মেয়ে!
কাদামাটি মিশে থাকা সহজ সরল একজন স্নেহময়ী রমণী
যার অন্তর ছিলো সুবাসি রজনীগন্ধা ফুলের মতো।
আমার মা সত্যিই আকাশের মত বিশাল মনের মানুষ !
নইলে ব্যক্তিগত স্বার্থে যখন আমার চাচিরা সব দোষ
আমার মায়ের উপর চাপিয়ে দিতো!
আমি দেখেছি তখন আমার চাচারা কি ভাবে
আমার মাকে অত্যাচার করতো সে কি ভয়ঙ্কর এক অত্যাচার
এখনও মনে হলে,ভয়ে আমার বুক থরথর করে কাঁপে।
আমার বাবার সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়াবার মত
ক্ষমতা ছিলো না।
আর আমি আমার মাকে শক্ত করে ধরতাম
আমার মা চোখের জল মুছে আমাকে
বুকে-টেনে নিয়ে বিরবির করে কি যেন বলতেন।
"মাকড়সা তুমি ডিম পাড়ো স্বপ্ন সুখে
মাকড়সা তুমি ডিম পাড়ো মৃত্যুর আনন্দে
মাকড়সা জালের ভিতরে বিষের যন্ত্রণা
মাকড়সা ডিম থেকে বাঁচাও ফুটাও হাসি মুখে
মাকড়সা মৃত্যুতে বুক ভরে নাও শেষ নিঃশ্বাস"
মাকড়সা তুমি তো আমার বেঁচে থাকার প্রেরণা।