একদিন আমার কবিতা দৈনিক সংবাদপত্রে কাগজে
প্রকাশিত হবে, ভালোবাসার দাবী নিয়ে -
হয়ত সেদিন, আই এস এর সন্ত্রাসীরা চকলেট হাতে
শিশুদের কাছে ধরা দিবে!
ইজরালী সৈন্যরা, পেট্রোল বোমার পরিভর্তে, 
পারফিউম ভর্তি বোতল নিক্ষেপ করবে হরতালে! 
সিরিয়ার একটি সন্তানও আর এতিম হবে না।


একদিন আমার অলিখিত কবিতা পড়া হবে
আসন্ন যুদ্ধের আলোচনায় সভায় !
হয়ত সেদিন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র অস্ত্রের পরিবর্তে
রাডারে ড্রোন থেকে--
নিক্ষিপ্ত হবে, হাজার হাজার ফুলের পাপঁড়ি"
হয়ত সেদিন আমার অলিখিত কবিতার অর্থ বুঝে
মায়ানমার বৌদ্ধগুষ্টি লজ্জিত হয়ে,অস্ত্রের পরিবর্তে 
ফুল হাতে মিলিত হবে রাখাইনে!
আর রমণীরা মাতৃস্নেহ এতিম সন্তানদের কাছে ধরা দিবে।


একদিন আমি অনেক বড় কবি হবো
ফোটোগ্রাফ নিতে ভিড় জমাবে, 
হাজার হাজার মানুষ!
হয়ত সেদিন লজ্জায় লাল হয়ে যাবে প্রিয়সীর মুখ
আর লিপিস্টিকের গন্ধে!
আল কায়দার বাহিনীর সন্ত্রাসীরা বুলেটের পরিবর্তে
প্রেমের আলপনা নিয়ে প্রিয়সীর কাছে ধরা দিবে।


একদিন আমার কবিতার বই প্রকাশিত হবে
ভালোবাসার দলিল হয়ে!
হয়ত সেদিন আফ্রিকান অধিবাসী পাবে গণতন্ত্র
বিতাড়িত হবে কলঙ্কিত সামরিক শাসন,
জিএমবির কুখ্যাত সন্ত্রাসীরা গ্রেনেড হামলার পরিবর্তে
বন্যার্ত মানুষের কাছে খাদ্যদ্রব্য হাতে ধরা দিবে
যাতে একটি মানুষও আর অনাহারে না মরে ।