তোমাকে যে ভালোবাসে
তুমি তাকে'ই অবহেলা করো
তোমার অবহেলায় -তার প্রতিটা নিঃশেষ
একবার করে মৃত্যু হয়।
"অথচ তুমি তা কখনও বুঝতে পার'নি"
"আর এখন বুঝতে পার'ছ না তবুও কেনো
সে তোমাকে'ই ভালোবাসে"
আচ্ছা মনে করো! সে যখন থাকবে না
তুমি কা'কে অবহেলা করবে?।
তোমার অবহেলার পরও-কে তোমার অপেক্ষায় থাকবে,
তুমি করুণা করে হাত বাড়ালে
তোমার সেই হাত ধরার জন্য?।
১১ পৌষ ১৪২৭